নিকলী প্রতিনিধিঃ
নিকলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১১জুন) সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ।
বক্তব্য রাখেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর ছিদ্দিক, কাইডস্ তামাক নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি সাংবাদিক শাহ সারওয়ার জাহান, ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী। এ সময় অংশগ্রহণকারী হিসেবে সরকারী বেসরকারী কর্মকর্তা ও স্হানীয় সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।