বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করায় এলাকায় চলছে তুমুল আলোচনা- সমালোচনা ঝড়।
গতকাল শনিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে ইটনায় সমালোচনার ঝড় বইছে । তাকে অবিলম্বে এ কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। সে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটিরও সদস্য।
জানা গেছে, গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলেও কমিটিতে তার পরিচয় গোপন করে দেয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টটা গোপন করতেই সে এই প্রতারণা আশ্রয় নিয়েছে।
তানভীর আহম্মেদ হেরী’র সঙ্গে এ বিষয় কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার নব গঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।