কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র এক পক্ষের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (১৮ মে) পাকুন্দিয়া উপজেলা সদরের বড় বাড়ি রোড থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পাটমহলে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ভিপি কামাল উদ্দিন এর নেতৃত্বে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে এবং অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷
সেই মিছিল থেকে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ সম্রাটের নেতৃত্ব স্লোগান দেয়া হয়-“একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর। একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর। একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর।” এমন ভিডিও শেয়ার দিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে পাকুন্দিয়া সরকারি কলেজে আমাদের কর্মসূচি ছিল ওই কর্মসূচিতে অংশগ্রহণ না করে উপজেলা বিএনপির একটি পক্ষের মিছিলে অংশগ্রহণ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট। সেখানে সে বিব্রতকর স্লোগান দিয়েছে। এই স্লোগানের কারণে উপজেলায় আমাদের সম্প্রীতি নষ্ট হয়েছে। বিষয়টি জেলা ছাত্রদলকে আমরা অফিসিয়ালি জানাবো।
জেলা বিএনপির সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, সারা বাংলাদেশে আজকে আমাদের এমন কোন কর্মসূচি ছিল না। ব্যক্তি কেন্দ্রিক কর্মসূচি থেকে যা স্লোগান দেয়া হয়েছে তার সাথে আমি একমত না। যার কর্মসূচি থেকে এমন স্লোগান দেয়া হয়েছে এ বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম আমরা একসাথে করেছি। এখন আমাদের বিরুদ্ধে তারা মিছিলে থেকে স্লোগান দিবে এটা কাম্য নয়। আশা করি তাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিষয়টি দেখবেন।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামী আমরা একসাথে অংশগ্রহণ করেছি জেল খেটেছি। এখন কি কারণে ছাত্রদল নেতা শম্রাট আমাদের বিরুদ্ধে এমন স্লোগান দিয়েছেন এটা খতিয়ে দেখার দরকার। ছাত্রদল নেতার মুখ থেকে এমন স্লোগান আমরা আশা করিনি।
কর্মসূচির আয়োজক পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিনের সাথে এ বিষয় কথা বলার জন্য তার ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।