নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামে এক শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত আবদুল হালিম উপজেলার চকদিঘা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মো. আবদুল হালিম প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় শিক্ষকরা তাকে আটক করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।