নিজস্ব প্রতিনিধিঃ
“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার ‘মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও ঘর পেয়েছে হাজারো ভূমিহীন ও গৃহহীন পরিবার।
শনিবার (১৫ অক্টোবর) পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্প ও নির্মাণাধীন ২২টি ঘরের মাটি ভরাট কার্যক্রম ও ঘরের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
পরিদর্শনকালে সামগ্রিক কাজের অগ্রগতিতে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী গৃহ নির্মাণ কাজটি আন্তরিকতার সাথে সম্পন্নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ, রোজলিন শহীদ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার, পাকুন্দিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের পরিদর্শনকৃত স্থানে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২২টি ঘর নির্মাণ করা হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।