কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত।
শনিবার (৮অক্টোবর) দুপুরে উপজেলা সদরে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে দলের একাংশ। এ সময় পাকুন্দিয়া-মির্জাপুর,পাকুন্দিয়া-মঠখোলার তিন রাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নতুন ঘোষণা করা কমিটি বাতিল না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্রলীগের একটি অংশ।
কমিটি গঠনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এর আগে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আরমিন আহমেদ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। তার দাবি, তিনি ছাত্রদল থেকে আসা নেতার পেছনে রাজনীতি করতে পারবেন না। তাই তিনি দুধ দিয়ে গোসল করে কলঙ্কমুক্ত হতে চেয়েছেন।
কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না অভিযোগ করেন, জামায়াত-শিবির ও ছাত্রদল থেকে আসা অছাত্রদের নিয়ে সাবেক এমপি সোহরাব উদ্দিন ও তার ছেলে সাগরের পছন্দের এই কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন। এই কমিটিকে পাকুন্দিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
বিতর্কিত এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। প্রয়োজনে তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিমেল, রাকিবুল হাসান হৃদয়, সোহেল আহম্মেদ, চরফরাদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের নেতা নাফিজ আহম্মেদ নাদিম উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।