বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পাক-পাঞ্জাতন অনুসারী পরিষদের জাতীয় সম্মেলনে তাজিনূর রহমান তাজ সভাপতি ও সৈয়দ আল আমিন আহমেদ মহাসচিব নির্বাচিত।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডক্টর এস এম ইলিয়াসের সভাপতিত্বে জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শাহ সূফী সৈয়দ ইনসারুল হক ও বিশেষ অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী চার বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে তাজিনূর রহমান তাজ ও মহাসচিব পদে সৈয়দ আল আমিন আহমেদ এবং সাংগঠনিক সচিব পদে ছানোয়ার হোসেন প্রান্থ নির্বাচিত হন।
এছাড়াও শাহ্ সুফি ইনসারুল হক, ডক্টর এস এম ইলিয়াস, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, মাছুম চিশতি, দেওয়ান মুর্শেদ চৌধুরী ও সৈয়দ রফিকুল হোসাইনী চিশতিসহ ৯ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এসময় নবনির্বাচিত সভাপতিকে ইনসারুল হক ও সম্মেলনের সভাপতিকে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পড়িয়ে দেন।
পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়, এতে সারা দেশের পাক পাঞ্জাতন অনুসারীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।