মোস্তফা শাওনঃ
কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইয়ুম আহমেদ ও আবু রায়হানের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) ফরিদ আল সোহান, পি আই ইশতিয়াক আহমেদ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতা কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে কিশোরগঞ্জ কালচারাল একাডেমী শিল্পী বৃন্দ গান পরিবেশন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের ইংরেজিতে স্বাগত বক্তব্যের প্রশংসা করেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলাধুলার মধ্যে ছিল ৬০, ১০০ ও ২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, বেলুন ফাটানো দৌড়, ব্যাঙ–দৌড়, মোরগ–লড়াই, বল সংগ্রহ দৌড়, হাঁড়িভাঙা, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, গণিত-দৌড় ইত্যাদি।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্যাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়।
আমাদের আজকের প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট একটি সুযোগ নিজেকে চ্যালেঞ্জ জানানো, সীমাবদ্ধতাকে অতিক্রম করা এবং নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য। আমি সকল প্রতিযোগীকে আহ্বান জানাই, সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন, ফলাফলের চেয়ে অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।আশা করি আমাদের এই দিনটি ক্রীড়ার উজ্জ্বল আদর্শের প্রতীক হয়ে থাকবে এবং আমরা সবাই একে এক স্মরণীয় দিন হিসেবে মনে রাখব।
খেলা পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া ও মনজুর আহমেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির ছাত্র জামিউল হোসেন তকি,।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।