নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-সেবা পাওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সপ্তাহ-২০২৪ খ্রি: উপলক্ষে পুলিশ সুপারকে বর্ণাঢ্যভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় যথারীতি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ অফিসে আসেন। পুলিশ সুপার অফিসে প্রবেশ করেই চমকে যান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন সহকর্মীদের এমন বর্নাঢ্য আয়োজন দেখে। সহকর্মীরা অফিসের মূল ফটক হতে ফুল ছিটিয়ে ছিটিয়ে ও লাল গালিচার মাধ্যমে পুলিশ সুপারকে বরণ করে নেন।
এ সময় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আল-আমিন হোসাইন সহ সকল সার্কেল অফিসার ও প্রায় সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ সুপার মহোদয় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও সিনিয়র কর্মকর্তাদের সাথে মত-বিনিময় সভায় যোগদান করেন। মত-বিনিময় সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বিষয়ে সভায় যোগদানকৃত পুলিশ কর্মকর্তাদের ব্রিফ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।