নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় জেলা বিএমইউজে’র সভাপতি ও হাওর টাইমস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় গৌরাঙ্গ বাজারস্থ আনোয়ারা সুপার মার্কেটস্থ(৩য় তলা) প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মেলন কক্ষে এ কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠন এর সার্বিক দিক নিয়ে বক্তব্য প্রদান করেন বিএমইউজে’র সিনিয়র সহ-সভাপতি এস এম আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোঃ নজরুল ইসলাম, বি এম আল মোজাহিদ ও মোঃ আসাউজ্জামান জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে রিফর্ম করে ১৯ সদস্য থেকে ১১ সদস্য বিশিষ্ট করা হয়। সভায় বিএমইউজে’র প্রত্যেক সদস্যই জাতীয় একটি ও স্থানীয় যে কোন একটি সাংবাদিক সংগঠনের সদস্য হতে পারবে। তাছাড়াও সংগঠনকে গতিশীল করার জন্য গঠনতান্ত্রিক নিয়মকানুন মেনে প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।