সাব্বির আহমেদ মানিকঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন, জাল বিবাহের এফিডেভিট তৈরি এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কিছু প্রভাবশালী কুচক্রি ব্যক্তির বিরুদ্ধে।
আজ শনিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোছা. শারমিন আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে মো. তুষার হোসেন (১৬), একজন এসএসসি পরীক্ষার্থী। গত ২৪ জুন সকাল ১০টার দিকে রুস্তমপুর গ্রামের কাজল মিয়াসহ ৮-১০ জন সন্ত্রাসী সরারচর রোডের ডাক্তারখানা এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে।
অভিযোগে বলা হয়, তুষারকে প্রথমে একটি অজ্ঞাত স্থানে এবং পরে প্রতিবেশী আরজুদা আক্তারের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে তাকে অস্ত্রের মুখে মারধর করা হয়, ভয়ভীতি দেখিয়ে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। এরপর তার নাম ও স্বাক্ষর জাল করে স্থানীয় এক ১৪ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে মিথ্যা বিবাহের একটি এফিডেভিট তৈরি করা হয়।
এফিডেভিটের ভিত্তিতে মেয়েটিকে ভুক্তভোগীর বাড়িতে জোর করে পাঠানো হয় এবং বিবাহ বৈধ দাবি করে তুষারের পরিবারের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়।
পরবর্তীতে, ৩ জুলাই তুষার নিজে আরেকটি এফিডেভিটের মাধ্যমে ওই বিবাহ অস্বীকার করে তালাক প্রদান করেন। সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হলেও মেয়ে পক্ষ নিয়মিত সন্ত্রাসী পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন শারমিন আক্তার।
তিনি আরও জানান, ১১ জুলাই শুক্রবার থেকে আমার ছেলে নিখোঁজ আত্মীয়- স্বজনদের বাড়িতে খোঁজ নিচ্ছি।
আজ বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছি। আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি দেশের সাংবাদিক সমাজের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ছেলেকে ফিরে পেতে চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে এলাকাবাসীও সঠক ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।