এম এ আকবর খন্দকারঃ
“বজ্যের পরিশোধন নিশ্চত হবে টেকসই স্যানিটেশন” এ প্রতিপাদ্যে, “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই শ্লোগানে বাজিতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় যাত্রাস্হানে এসে শেষ হয়।র্যালিতে নেতৃত্বে দেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শিবলী ।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র্যালিত্তর আলোচনা সভায় মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে বিষয় ভিত্তিক স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আমিনূর রহমান ভূঁঞা ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসার জেবুন নাহার, ভাইস চেয়ারম্যান গুল নাহার, মোঃ মাসুদ মিয়া,থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, হুমাইপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সরারচর ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, হালিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক রাসেল।হিলাচিয়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, গাজীরচর ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া, কৈলাগ ইউপি চেয়ারম্যান মোঃ কায়ছার এ-হাবিব প্রমুখ।
বক্তারা নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্হা বাস্তবায়নে মানব বর্জ্য নিস্বারন স্বাস্থ্য পরিচর্চার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কার্যালয় চত্বরে হাত ধোয়া প্রদর্শনের উদ্বোধন করা হয়। অনুষ্টান মালায় উপজেলা সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।