মোহাম্মদ খলিলুর রহমান:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি। দোয়া ও মিলাদ মাহফিল শেষে গরিব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সরারচরে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের বাসায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে বাজিতপুরে ৮টি স্থানে ও ৫টি মাদ্রাসায় ২ হাজার বক্স খাবার বিতরণ করে বাজিতপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।