মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সিনথিয়া তাসমিন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।