মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৪ টার উপজেলার বলিয়াদী ইউনিয়নের শিমুলতলা এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জালাল উদ্দিনের ছেলে মো: রায়হান, ঝাড়ু মিয়ার ছেলে আব্দুল আলী, চাঁন মিয়ার ছেলে সাকিব খাঁ ।
বাজিতপুর থানার এসআই মো: রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আশরাফ হোসেন, এএসআই কামল হোসেন ও সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়হান, আব্দুল আলী ও সাকিব খাঁ এই তিনজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৪ টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও একটি সিএনজি আটক করে। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।