অষ্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২-২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কাস্তুল জিরো পয়েন্টস্থ এক রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাপুস অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ও সম্মাণিত অতিথি ছিলেন যথাক্রমে উক্ত বাপুস শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কবির ও সিনিয়র সহ-সভাপতি দিলরুবা আনাম। বিশেষ অতিথি ছিলেন বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বাপুস অষ্টগ্রাম উপজেলা শাখার সদস্যবৃন্দ ও পুস্তক বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কোনআন তেলাওতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে অতিথিবৃন্দ স্ব স্ব বক্তব্য পেশ করেন।
দ্বিতীয় অধিবেশনে বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সর্বসম্মতিক্রমে অষ্টগ্রাম বাণী ভবনের স্বত্ত্বাধিকারী নভেন্দু সাহাকে সভাপতি, সামি লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী তাজুল ইসলামকে সেক্রেটারী ও জান্নাত লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী আতাউল গণিকে কোষাধ্যক্ষ করে বাপুস অষ্টগ্রাম উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।