স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি রবিন বরকত উল্লাহ ও সাধারণ সম্পাদক তসলিম সরকারের নেতৃত্বে ময়মনসিংহে হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে দুই শতাধিক কম্বল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
এ সময় শিবলী সাদিক খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে, শীতের তীব্রতা অনুসারে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।