নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ১৪টি ক্লাব দল নিয়ে শুরু হয়েছে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ-২০২৪।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও সংগঠনের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাসেল শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ১৪টি ক্লাব/দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় চমক স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।