এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৪জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে শহরের ভৈরবপুর স্টেডিয়ামপাড়ার কাইয়ুম মিয়ার বাসায় অভিযান চালিয়ে খোলা অবস্থায় ইয়ামাহা ব্র্যান্ডের R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবিরের নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্স ওই অভিযানে অংশ নেন। এঘটনা জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেল মেকানিক জাহিদুল (২০) সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-কাইয়ুম মিয়া, সোহাগ মিয়া ও মেকানিক জাহিদুল। এঘটনায় মোটরসাইকেলের মালিক সাকিব মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানান, টাঙ্গাইল থেকে মোটর সাইকেলটি চুরি হয়। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লোকেশন নিশ্চিত হয়ে খোলা অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে মেকানিক জাহিদুলের মাধ্যমে মোটরসাইকেলটি সেটিং করার মাধ্যমে থানায় আনা হয়।
আটককৃত কাইয়ুম মিয়ার টিনসেটের বসতঘরের একটি কক্ষে মেকানিক জাহিদুল মোটরসাইকেলটি সেটিং করার সময় খবর পেয়ে সোমবার রাতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় ওই ঘর থেকে দা, চুরি ও চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এসময় জাহিদুল ইসলাম জানান, যে গাড়িটি চুরি করেছে সে তার গ্যারেজ মালিক মাহবুবকে ফোন করলে সে এসে গাড়িটি সেটিং করতে আসে। সে জানতো না এটি চুরি হওয়া গাড়ি।
ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবির ঘটনাস্থলে জানান, টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে মোটরসাইকেলটি চুরি হয়। অভিযোগ পেয়ে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারি মোটরসাইকেলের লোকেশন। পরে অন্যান্য পুলিশ অফিসারের সহযোগিতায় খোলা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করি। এঘটনায় মেকানিক সহ ৩জনকে আটক করা হয় বলে জানান তিনি। মোটরসাইকেল চুরির ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।