এম আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭টি ট্রেনের ২৪টি টিকিটসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
ট্রেনের টিকিট কালোবাজারী রোধে শুক্রবার সন্ধ্যায় ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদের নির্দেশে এসআই দিদার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে প্লাটফর্ম এলাকায় অভিযোগ চালায় রেলওয়ে পুলিশ।
এসময় টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন ট্রেনের ২৪টি আসনযুক্ত টিকিটসহ তুহিন মিয়া ও জয়নাল আবেদীন নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত দুই যুবক শহরের জগ্ননাথপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, টিকিট কালোবাজারি রোধে শুক্রবার সন্ধ্যায় স্টেশনের কাউন্টারের সামনে থেকে ২৪ টিকিটসহ দুইজন টিকিট কালোবাজারিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। টিকিট কালোবাজারি রোধে এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।