নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুবলীগ নেতা মিলন মিয়া অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।
বন্দর নগরী ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানা উল্লাহরচর গ্রাম সংলগ্ন ইটভাটার পাশে অবস্থিত ব্রক্ষপুত্র নদ সংলগ্ন ডো্বা থেকে বাংলা ড্রেজার দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে দিনরাত বালু উত্তোলন করে সড়কের পাশে স্তুপ করে ট্রাক্টরে করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
নীয়ম-নীতির তোয়াক্কা না করে এভাবে বালি উত্তোলনের ফলে পরিবেশ ও জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কৃষকরা জানান, এভাবে ড্রেজারে বালি উত্তোলনের ফলে ফসলী জমি ভেঙে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন।
এ বিষয়ে ড্রেজার মালিক যুবলীগ নেতা মিলন মিয়ার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সাথে ক্ষিপ্ত হয়ে বলেন, আমার জমি থেকে আমি বালি উত্তোলন করছি। যা পারেন করেন। পারলে বালি উত্তোলন বন্ধ করে দেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে তিনি বালি উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।