মো.আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বাহারি রঙবেরঙের প্লাস্টিক ফুলের সাজসজ্জা ও আধুনিক ডিজিটাল পদ্ধতির ব্যানার সংযোজন এর মাধ্যমে
জেলার বন্দর নগরী ভৈরব উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর, পৌর আওয়ামীলীগ ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি এস,এম,বাকী বিল্লাহ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,বীরমুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা ও রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
এছাড়াও সভায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মেদ, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ ভৈরবী,ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -সহ ভৈরবের বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় পানাউল্লারচরে শহীদদের গণকবরে পুস্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মিলাদ মাহফিল। সন্ধ্যায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন।
এছাড়া ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৩০ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি,আধা- সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ।
সকাল ৬টা ৪০ মিনিটে শহীদ বীরমুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশে পুস্পস্তবক অর্পণ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।