রাজীবুল হাসান, ভৈরব থেকেঃ
” স্থানীয় ব্যবসা খাতকে শক্তিশালীকরণ ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাদুকা শিল্পের শহর হিসেবে সুপরিচিত কিশোরগঞ্জের ভৈরবে প্রথম বারের মত একটি জাতীয় পর্যায়ের শুরু হয়েছে তিন দিনব্যাপী পাদুকা শিল্প মেলা ।পাদুকা শিল্প মেলা ৫ মার্চ থেকে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ রোববার (৫ মার্চ) দুপুর ১টায় ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সুইসকন্টাস্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি স্থানীয় পাদুকা খাতের উন্নয়ন ও বাজার সম্প্রসারনে এ ধরণের বৃহৎ পরিসরের উদ্যোগ গ্রহণ করেছে। মেলা সফল করার উদ্দেশ্যে ৩৮টি জেলায় ১২০০ এর অধিক খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের লক্ষ্যে করে বিভিন্ন ধরণের প্রচারনামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মেলায় সর্বমোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্থ থেকে আগত ক্রেতা-বিক্রেতাগণ স্বতঃস্ফূর্তভাবে এ মেলায় অংশগ্রহণ করছে। স্টলসমূহে স্থানীয় পাদুকা উদোক্তারা তাদের নিজস্ব ডিজাইনের বাহারি পণ্য সমূহ ক্রেতা-বিক্রেতাদের সামনে তুলে ধরছে। স্টলে পণ্য বিক্রয়ের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পাদুকা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সাথে বাজার সংযোগ ও সম্প্রসারণ বিষয়ে মত বিনিময় করতে পারছে।
একইভাবে এ ধরণের প্রশংসনীয় উদ্যোগের আয়োজক হিসাবে ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি তাদের কর্ম পরিসর জাতীয় পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছে। ভৈরবের পাদুকা খাতে উন্নত বাজার সংযোগ, ব্র্যান্ডিং, বিদ্যমান সমস্যাসমূহ ও টেকসই সমাধান চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে পাদুকা কারখানার মালিকরা অবগত হচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে সুইজারল্যান্ড ভিত্তিক প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প প্রবৃদ্ধির সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উৎপাদিত পাদুকা জাতীয়ভাবে সারাদেশে বাজারজাত প্রসারিত করার লক্ষ্যে এই ধরণের মেলার আয়োজন করা হয়েছে।
এই মেলায় সারাদেশের প্রায় ৯ শত বায়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা মেলায় এসে ভৈরবের উৎপাদিত জুতার গুণগত মান ও বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন তারা। এছাড়া এই মেলার আরেকটি উদ্দ্যশ্য হচ্ছে ভৈরবের পাদুকা শিল্পের উৎপাদিত পাদুকা ক্রয় বিক্রয়ের জন্য একটি অনলাইন প্লার্টফর্ম তৈরি করা হবে। যাতে সেখানে ক্রেতা বিক্রেতারা পাদুকা সহজে কেনা বেচা করতে পারেন।
ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি লিঃ সভাপতি মো.আল আমিন মিয়া হাওর টাইমস’কে বলেন,ভৈরবের পাদুকাশিল্পে উন্নত বাজার সংযোগ নিশ্চিতকরণে ও জাতীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের যথাযথ বাজারজাত করণে এ ধরণের মেলার আয়োজন সময়ের দাবি।
এপরিপ্রেক্ষিতে, ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সানিতি “ভৈরব পাদুকা শিল্প মেলা ২০২৩” আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত । এরকম একটি মেলার সফল আয়োজন আমাদের আত্মবিশাস বহগুণে বাড়িয়ে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আগামী বছরগুলোতে আরও বৃহৎ পরিসরে ভৈরবে পাদুকা মেলার আয়োজন করতে পারবো।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ভৈরবের উৎপাদিত পাদুকা সারা দেশে বেশ সুনাম রয়েছে। এই মেলার মাধ্যমে যেন উৎপাদিত পাদুকা সারাদেশের বাজারে বাজারজাতকরণে বেশ ভূমিকা রাখবে। কারখানার মালিকরা যেন তাদের উৎপাদিত পাদুকার গুণগত মান বজায় রেখে পাদুকা তৈরি করে তাহলে সহজেই বাজার প্রসারিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি খাত যদি একত্রে কাজ করে, তাহলে পোশাক খাতের মতোই এ শিল্প দেশের অর্থনীথীতে ভুমিকা রাখবে । আমরা অত্যন্ত আনন্দিত যে ভৈরব পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি এখাতের সামগ্রিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরণের আয়োজনের মাধামে স্থানীয় রাজস্ব বৃদ্ধি পাবে ও আমাদের পরিশ্রমী পাদুকা উদ্যোক্তাগণ জাতীয় পর্যায়ে সাথে বাজার সংযোগে আরও সক্ষম হবে ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সুইজারল্যান্ড ভিক্তিক প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প প্রবৃদ্ধির সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ, ভৈরব পাদুকা কারখানা সমবায় সমিতির সভাপতি আল আমিন মিয়া, লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রবৃদ্ধি কোঅর্ডিনেটর মো.আসাদ উদ দৌলা আশিক প্রমূখ। সার্বিক সঞ্চালনায় ছিলেন পাদুকা কারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.সবুজ মিয়া প্রমূখ ।
এছাড়া সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে সুইসকন্টাক্ট এবং স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) যৌথ উদ্যোগে,প্রবৃদ্ধি প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের আটটি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করবে। এই ধারাবাহিকতায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভৈরব পোরসভায় কার্যক্রম শুরু করেছে প্রবৃদ্ধি প্রকল্প।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।