এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে হাইওয়ে সড়কে চালিত ফিটনেস ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১জুলাই) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের পৌর পার্কের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয় এবং ২৮টি মোটরসাইকেল ও ৬টি সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, ভৈরব সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতিয়ার ও হাইওয়ে পুলিশের এসআই রোকন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। এসময় সিএনজি ও মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন ও চালকের হেলমেট না থাকায় ২৮টি মোটরসাইকেল ও ৬টি সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা ও জরিমানা হয়।
জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে আটককৃত গাড়ি গুলো ছাড়া পায়।এবিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা ভৈরব সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতিয়ার এর বক্তব্য নিতে চাইলে উর্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
স্থানীয় মানুষের ভাষ্য, সড়কের সেনাবাহিনীর এ রকম অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা।
এ অভিযানকে ঘিরে উৎসুক সাধারণ মানুষ ভীর করে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি তাদের। নিয়মিত অভিযানে অপরাধ প্রবনতা কমে আসবে মনে করছে সাধারণ মানুষ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।