এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন শপ শো-রুম “স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে ভৈরব বাজার কাচারী মোড়ে ফিতা ও কেক কেটে নতুন মোবাইল ফোন শপ স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট’র শোরুমের উদ্বোধন করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
এসময় স্মার্ট গ্যলাক্সী পয়েন্ট শো-রুমের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ পল্লব ও মাসুদুর রহমান রিপন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু ও ডাক্তার এম এ কাশেমকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: এম এ কাশেম, বিশিষ্ট চিকিৎসক ডা: মির্জা শাহান, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুম থেকে স্মার্টফোন ক্রয় করেন ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী রুমেল আহমেদ। এ সময় প্রথম গ্রাহক রুমেল আহমেদের হাতে স্মার্ট ফোনটি তুলে দেন পৌর মেয়র।
স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট ” নামে মোবাইল ফোন নতুন শোরুম উদ্বোধন শেষে পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু ব্যবসার উন্নতি করতে বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের এমন অগ্রগতি হচ্ছে যেখানে পেছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। তাই স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।