এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ পলিথিনে গোডাউনে অভিযান চালিয়ে ১৫০ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেলে শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় হাবিব এন্টারপ্রাইজের একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নিষিদ্ধ পলিথিন আমদানি করে কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় একটি গোডাউনে রেখে বাজারজাত করায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর।
এসময় ৬টি বস্তায় ১৫০কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফি।
ওই অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়াঁ ও ভৈরব থানা পুলিশ।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফি বলেন, গোডাউনে নিষিদ্ধ পলিথিন রাখায় হাবিব এন্টারপ্রাইজের মালিককে বিশ হাজার টাকা জরিমানা ও ১৫০কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সেই সাথে মালিককে সতর্ক করা হয়েছে এ ব্যবসা না করার জন্য। পরবর্তীতে যদি পলিথিন পাওয়া যায় তাহলে গোডাউনটি সিলগালা করা হবে। জনস্বার্থে এ অভিযান ব্যবহত থাকবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।