মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ লোকমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মুর্শেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সপ্না বেগম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন, কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জুমান আরা রত্না, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাফায়েত হোসেন
ও নবগঠিত ম্যানিজিং কমিটির সদস্য, বাদল মিয়া বেদন, আমির হামজা, কোহিনুর আহাদ চৌধুরী, শফিকুল ইসলাম ও দিবা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়টির একাডেমিক অবকাঠামো, খেলার মাঠ, পাবলিক পরীক্ষার ফলাফল, সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডসহ জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জনের কারনে ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সরকারের সকল কর্মকাণ্ডে এ স্কুলের সার্বিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। সরকারের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শেষে বিভিন্ন শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে বিএনসিসির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। স্কুল ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া ও ব্যাজ পরিধান করানো হয়। অনুষ্ঠানে অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেঃ মোঃ অহিদুর রহমান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।