বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম যোগদান করেছেন।
সোমবার (১৪ নভেম্বর) তিনি নতুন কর্মস্থল কিশোরগঞ্জ জেলার বন্দর নগরী ভৈরব থানায় যোগদান করেন। সোমবার রাতেই বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের কাছ থেকে থানার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।
নবযোগদানকৃত অফিসার ইনচার্জ টাঙ্গাইলের দেওহাট্রা পুলিশ ফাঁড়ি থেকে পদায়ন হয়েছেন ভৈরব থানায়। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানায় কর্মরত ছিলেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানা এলাকায়।
তিনি এক ছেলে ও এক মেয়ের জনক । ১৯৯৪ সালে তিনি পুলিশের চাকরীতে যোগদান করেছেন বলে জানা গেছে । ২৯ বছরের কর্মজীবনে তিনি দেশের একাধিক থানায় কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন ওসি মো.শফিকুল ইসলাম ভৈরবের আইনশৃংখলা দমনে এলাকাবাসীসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।
বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলমের হঠাৎ বদলির ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, তার বদলী নিয়মিত ঘটনা। পুলিশের চাকরী করলে বদলী হতে হবে এটাই স্বাভাবিক কথা। বর্তমানে মোহাম্মদ মাকছুদুল আলমকে কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।