ভৈরব প্রতিনিধিঃ
নানা জল্পনা কল্পনা শেষে জেলার ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর নগরী ভৈরব থানা ওসি বিহীন থাকার পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ মাকছুদুল আলম যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তিনি ভৈরব থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন । এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডিবিতে কর্মরত ছিলেন। তার বাড়ী ময়মনসিংহের গফরগাঁও সদর এলাকায়।
২০০৩ সালে তিনি সাব-ইনেস্পেক্টর (এসআই) পদে পুলিশের চাকুরীতে সরাসরি যোগদান করেছেন। পরবর্তীতে প্রমোশন পেয়ে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল ও সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।