নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধারের পর সেনাবাহিনী থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
আজ শনিবার (১৭ আগষ্ট) সকাল ১১টায় ভৈরব হাজি আসমত সরকারি কলেজ প্রাঙ্গণে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পের মেজর মোঃ সানজেদুল ইসলাম ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সফিকুল ইসলামের নিকট গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি বুঝিয়ে দেন।
এসময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্নেল ফারহানা আফরীন, সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফিসহ সেনাবাহিনীর ও পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও প্রতিরোধের মুখে কর্মরত পুলিশ সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনীর একটি টহলদল হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিরোধ ভেঙ্গে অধিকাংশ অস্ত্র উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যান। আর কিছু অস্ত্র বিক্ষোভকারীরা লুটে নেয়। লুট হওয়া অস্ত্রগুলি পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও স্থানীয় ছাত্র- জনতার সহায়তা উদ্ধার করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।