ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে “ভৈরব পরিষদ তরিনো”ইতালি প্রবাসী সংগঠনের অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের কালীপুর দক্ষিণ পাড়া এলাকার ৫০ জন অসহায় হত দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ সভাপতি মো.মানিক মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো.দেলোয়ার হোসেন।
সংগঠন সূত্রে জানায়, প্রবাসী সংগঠন ভৈরব পরিষদ তরিনো”ইতালির সভাপতি মো.আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মো.আরিফ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এই সংগঠনের নিজস্ব তহবিল থেকে প্রতিবারের মতো এবারও অসহায়দের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে পোলার চাউল, চিনি, সেমাই, দুধ, তেল, কিসমিসসহ প্রয়োজনীয় ঈদ খাদ্য সামগ্রী দেওয়া হয়। সেই সাথে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জানায় সংগঠনের সদস্যবৃন্দরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।