কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শনিবার ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখা কার্যালয়ে জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
দৈনিক ডেল্টা টাইমস এর মহাদেবপুর উপজেলা প্রতিনিধি কিউ এম সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার গোলাম রসুল বাবু, সাংবাদিক ও কবি আক্কাস আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বরুণ মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন,মানবাধিকার কর্মী সাংবাদিক অসিত দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনাা করেন মহাদেবপুর দর্পন. কম এর বার্তা সম্পাদক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন।
এসময় সাংবাদিক আইনুল ইসলাম, আমিনুর রহমান খোকন,রওশন জাহান, মেহেদি হাসান, আব্দুর রশিদ, মাহবুব হোসেন, মিঠু,শামীম ও রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াজেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাপস সরদার ও সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।