নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন কমিটির নেত্রীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংগঠনটির জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজারো নেতাকর্মী। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সহযোগী সংগঠন মহিলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে থাকেন। বাহারি রঙের পোশাক ও ক্যাপ মাথায় নেতা কর্মীরা সমাবেশস্থলে আসেন।সমাবেশের ও এর আশপাশের এলাকা ছেয়ে যায় ব্যানার-প্ল্যাকার্ড ও ফেস্টুনে।
গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রায় পাঁচ বছর পর তা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে একে একে আসেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতা, কাউন্সিলর এবং ডেলিগেটরা। সঙ্গে তাদের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন। তখন থেকেই স্লোগান দেন তারা।
মঞ্চ আগে থেকেই প্রস্তুত করা হয়। চালানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। মঞ্চের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর সম্মেলনস্থল ঘিরে থাকেন মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।