এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
মাছের ভাসমান ফিড কারখানা ও বায়োফ্লক মৎস্য খামার পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।
শুক্রবার(১৪ অক্টোবর) দুপুরে ভৈরবের শুম্ভুপুর গ্রামে এআইএফ-৩ আওতায় উদ্যোক্তা ইসলাম উদ্দিনের মাছের ভাসমান ফিড কারখানা ও আরিয়ান ট্রেডার্সের বায়োফ্লক মৎস্য প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্টিন।
এ সময় সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন ইউনিট এনএটিপি-২এর পরিচালক এস এম মনিরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, কিশোরগঞ্জ জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান।
এ সময় উদ্যোক্তাদের সাথে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্টিন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান জানান, ভৈরবের শুম্ভুপরে মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রকল্প (এনএটিপি-২) এর এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) অনুদানপ্রাপ্ত উপ প্রকল্প থেকে ইসলাম উদ্দিনকে মাছের ভাসমান ফিড কারখানাকে ৩লাখ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান ও এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রকল্প (এনএটিপি-২) থেকে আরিয়ান ট্রেডার্সের বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ প্রকল্পে ২লাখ ১০হাজার টাকা মোট বিনিয়োগের অর্ধেক অনুদান প্রদান করা হয়। ওই দুটি প্রকল্প বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল পরিদর্শন করেন বলে জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।