মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
আমি সারা জীবন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি মানুষের সেবায় আমার জীবনকে উৎসর্গ করতে চাই। অষ্টগ্রামে জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট জিল্লুর রহমান এ বক্তব্য রাখেন।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেম্স এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট জিল্লুর রহমান আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এর আগে দুইবার জেলা পরিষদ প্রশাসক ও একবার জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু, দেওঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া, বাঙালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নাফ, খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভূ্ঁইয়া, দেওঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।