নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ থেকে প্রকাশিত “মাসিক কালের নতুন সংবাদ” পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) মাসিক কালের নতুন সংবাদ এর সম্পাদক পরিষদ ও প্রতিনিধিদের নিয়ে কিশোরগঞ্জ শহরের হোটেলে খাওয়া-দাওয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খায়রুল ইসলাম।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও সিনিয়র আইনজীবী এ, এম ছাজ্জাদুল হক সাজ্জাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও হাওর টাইমস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, দৈনিক আজকের সংবাদ জেলা প্রতিনিধি কাঞ্চন শিকদার, দৈনিক শতাব্দীর কণ্ঠের মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, দৈনিক বিশ্ব মানচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ মিয়া, সিএনএন বাংলার কটিয়াদী প্রতিনিধি মাইনুল হক মেনু, দ্যা ডেইলী এক্সপ্রেক্স এর জেলা প্রতিনিধি এ জেড আল মুজাহিদ, দৈনিক স্বদেশ বিচিত্রা জেলা প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন,
ভোরের বার্তার বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, বিটিএন বাংলা সম্পাদক ও প্রকাশক আসাউজ্জামান জুয়েল, দৈনিক বাংলার ডাক জেলা প্রতিনিধি মাহবূবুল আলম নজরুল, দৈনিক আজকের সারাদিনের স্টাফ রিপোর্টার রাকিব ভূইয়া, দৈনিক ঢাকা ডাকের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দৈনিক আমার বাংলাদেশ বার্তা সম্পাদক মনির হোসেন, দৈনিক নাগরিক ভাবনা স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল্লাহ সাইফ, নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক সদস্য ও কালের নতুন সংবাদের প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু, দৈনিক সংবাদ দিগন্ত জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক ফাহিম, দৈনিক আজকালের পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, কালের নতূন সংবাদের তাড়াইল প্রতিনিধি মাসুমা আক্তার, কালের নতুন সংবাদের হোসেনপুর প্রতিনিধি শাহীন, সরেজমিনে বার্তার জেলা প্রতিনিধি আবু বাছেদ চৌধুরী (তুষার) সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।