নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিটফোর্ডে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখা।
উপজেলা এনপিপির প্রধান সমন্বয়ক মোবারক হোসেন ও কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন এর নেতৃত্বে অর্ধ শতাধিক মোটরসাইকেলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে এনসিপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা এনপিপির যুগ্ম সমন্বয়ক শাহরিয়ার রশিদ অন্তর, ইকবাল হোসেন, পৌর এনসিপির আহ্বায়ক প্রান্সেল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু মুসা শান্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, হত্যা, ছিনতাইয়ের কারনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তারই অংশ হিসেবে ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে অর্ধনগ্ন করে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।