বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে চলতি বোরো মৌসুমে বোরোধান কাটা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি, ঢাকা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কোঅর্ডিনেশন) কৃষিবিদ ড. মো. আবদুল আজিজ।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পাতারকান্দি হাওরে কৃষকদের নিয়ে নমুনা শস্য কর্তন বা বোরোধান কাটা উৎসব উদ্বোধন করা হয়।
পরে, মিঠামইন উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ‘কৃষক সমাবেশে’ অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল আজিজ বলেন, হাওরে বাম্পার ফলন হয়েছে। জমিতে ৮০ শতাংশ ধান পাকলে কেটে ফেলতে হবে। হাওরের বোরোধান যথা সময়ে কর্তনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে।
ধান কাটা শ্রমিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় হার্ভেস্টার মজুদ রয়েছে। আপনাদের বোরোধান কর্তনে আমরা সকল রকম সহযোগিতা করব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কোঅর্ডিনেশন) কৃষিবিদ ড. মো. আবদুল আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মো. জাকির হোসেন ও মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু প্রমুখ।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে মিঠামইন উপজেলায় ১৫ হাজার ৬৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।