বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি।
আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি’র সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে সাধারণজ্ঞান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়িত জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, মেধা ও সুস্থ্য জীবন গঠনে পুষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ আলী, পরিসংখ্যানবিদ আলমগীর হোসেন প্রমুখ।
পরে, বিভিন্ন প্রতিষ্ঠানের ১০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তোলে দেন ডাঃ আব্দুল্লাহ আল শাফি ও অতিথিরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।