বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইনে পরিবেশবান্ধব চাষপদ্ধতি, কৃষি যন্ত্রপাতি ও স্থানীয় কৃষকদের উদ্ভাবনী চর্চা তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনের সাথে মানানসই চাষাবাদ উন্নয়নে ফ্রিপ প্রকল্পের অধীনে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৫’ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে মিঠামইন অফিসপাড়া মাঠে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন।
‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা’য় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনকালীন সময়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে এগিয়ে যেতে হবে। বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিনির্ভর চাষ পদ্ধতির মাধ্যমে কৃষি বিপ্লব সফল করতে হবে। কৃষি অধিদপ্তর এখন, কৃষকদের হাতে-কলমে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করি দিচ্ছে, এতে কৃষি ও বাণিজ্যিক কৃষিতে উৎপাদন বাড়বে।
পরে, একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, ফিতা কেটে মেলা উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময়, আরো উপস্থিত ছিলেন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।