কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাগড়া ইউনিয়ন শাখার ৪র্থ বার্ষিক সভা২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮জুন) সকাল ১০টায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিঠামইন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মিজানুর রহমান শেলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন দক্ষিণ হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া, চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমত জাহান, তেলী খাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুয়েল মিয়া প্রমূখ।
সভা শেষে ধোবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউল করিম সুমনকে সভাপতি এবং ভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।