বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন নারী ফ্রিল্যান্সার উদ্যোগতাদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
আজ বুধবার বিকেলে মিঠামইন উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এসব ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শোয়েব শাত-ঈল ইভান।
খোঁজ নিয়ে জানা যায়, ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে মিঠামইন উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ‘হার পাওয়ার প্রকল্পে’র অধীনে ৬ মাস ব্যাপী ফিল্যান্সার প্রশিক্ষণ আয়োজন করা হয়।
চলতি বছর ৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নেন মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার ৮০ জন শিক্ষিত নারী উদ্যোক্তা।
প্রশিক্ষণে গ্রাফিকস ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুল রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার ও সহকারী প্রোগ্রামার (আইসিটি আইসিটি হার পাওয়ার প্রজেক্ট) ইমাম মেহদী ও অষ্টগ্রাম সহকারী প্রোগ্রামার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।