রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নরসিংদী-৫ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (জাপার) মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
শনিবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মো মোছলেহ উদ্দিন বাচ্চু, মো মোস্তফা খাঁন, সহ-সভাপতি এস এম শরীফ, সাধারণ সম্পাদক মো রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি মো মাহবুবুল আলম লিটন, সদস্য সালেহ আহমদ পলাশ, মো বায়েজ উদ্দিন, তুহিন ভূইয়া, জহির উদ্দিন নাসিম, শফিকুল ইসলাম, বীনা আক্তার, প্রণয় ভৌমিক, মামুন মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে দলের মনোনয়ন চাইব। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি রায়পুরাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।