নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় সাবেক জেলা প্রশাসক ও সচিব বীরমুক্তিযোদ্ধা আবদুর মোল্লা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছ
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জ জেলা শহর থেকে সাড়ে চার শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে হাওরের প্রবেশদার ক্ষেত চামড়া বন্দর হয়ে সড়ক পথে ইটনা উপজেলা সদরে গণসংযোগের উদ্দেশ্য রওনা দেন। ইটনা সদর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে মৃগা ও ধনপুর ইউনিয়ন দুটিতে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ চলাকালীন বিভিন্ন সংক্ষিপ্ত পথসভায় সাবেক জেলা প্রশাসক ও সচিব বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তারই রুপরেখা দুই বছর আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। মুলত ৩১ দফা কি তা সকলকে জানানোর জন্যই আমাদের গণসংযোগের আয়োজন।
এ সময় তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কাউকে কোনো ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ দেয়া হবে না। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
গণসংযোগ সাবেক জেলা প্রশাসক ও সচিব বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লার সঙ্গে ছিলেন ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান,
ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, ইটনা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবেদ খান, এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতউর রহমান আকন্দ, ইটনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলম মিয়া, ইটনা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরু মিয়া, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, আজহারুল ইসলাম ডালিম, তামিম আহমেদ, মো. সাবাজ মিয়া, মিজানুর রহমান, রেজাউল কবির নয়ন, মো: আ: রাশিদসহ ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।