রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় মেঘনার তীরে পরে ছিলো বিষের বোতল এবং নদীতে ভাসছিল দুই হাতে নতুন মেহেদী রাঙানো এক অজ্ঞাত যুবকের লাশ। আনুমানিক বয়স (২৫) বছর বলে জানিয়েছে লাশ উদ্ধারকারী পুলিশ।
মঙ্গলবার (১১অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরনে জিন্স প্যান্ট ও কালো রংয়ের শার্ট এবং দুই হাত মেহেদী রাঙানো ছিল। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে লাশ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ভাসমান ওই লাশের দশ ফুট দূরত্বে মেঘনা পাড়ে এক জোড়া জুতা ও একটি খালি বিষের বোতল পড়ে ছিলো। পরে নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মেঘনার পাড়ের আশপাশের কয়েকটি গ্রামের মানুষসহ পুলিশ উদ্ধার হওয়া লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
স্থানীয় সাব মিয়ার বলেন, সায়দাবাদ ফেরিঘাট এলাকায় মেঘনায় একটি লাশ ভাসছে। পরে পুলিশকে জানাই।
নৌ-পুলিশ ও রায়পুরা থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। তবে কেউ নিহত ব্যক্তির লাশটি শনাক্ত করতে পারেনি।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।