বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে শামসুল হক ইসলামিয়া মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও কটিয়াদী মুন্সী আব্দুল হাকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া এলাকায় মাদরাসার সম্প্রসারিত ভবণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামীম মাওলানা শফিকুল ইসলাম, সাংবাদিক মো. ফরিদ রায়হান, রুস্তম আলী রাজু, ফারুক জোয়ারদার, সোহেল রানা জোয়ারদার প্রমুখ।
২০২২ সালে লোহাজুরী ইউনিয়নে শামসুল হক ইসলামিয়া মডেল মাদরাসা প্রতিষ্ঠা করেন ফজলুল হক জোয়ারদার আলমগীর। বিনোদন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সমকালীন পাঠদানে বাড়ছে শিক্ষার্থী। আরও বেশি শিক্ষার্থীকে লেখা-পড়ার সুযোগ দিতে সম্প্রসারিত ভবন নির্মাণ শুরু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।