নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার, কিশোরগঞ্জ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০:৩০ ঘটিকার দিকে কিশোরগঞ্জ সদরের পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও কমিটির লোকজনের সাথে মতবিনিময় করার জন্য পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা শহরের লক্ষী নারয়ণ ও গোপীনাথ মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির- পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার পূজামন্ডপের সার্কিব নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করনে বেশ কিছু পরামর্শ দেন। পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন পূজায় তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।