এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মামলার প্রধান আসামি চিহ্নিত মাদক কারবারি আজিম রানাকে গ্রেফতার করছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৮জুলাই) রাতের প্রথম প্রহরে সাড়ে ১২টায় সেনাবাহিনীর সহযোগিতায় ভৈরব থানার এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে বাজিতপুর উপজেলার মাইজচর থেকে আজিম রানাকে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আসামি আজিম রানাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।
জানাযায়, গত ২৯জুন রোববার দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুদকে লাঞ্ছিত করেন যুবলীগ নেতা আজিম রানা। ওই ঘটনার পরদিন ৩০জুন সোমবার আজিম রানাকে আসামি করে ভৈরব থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষক। মামলার পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনী আজিম রানাকে গ্রেফতার করার জন্য তাদের নিয়মিত অভিযান অব্যহত রাখেন।
গত ১জুলাই মঙ্গলবার দুপুরে মানিকদী পূর্বকান্দায় এলাকায় র্যাব সদস্যরা আজিম রানাকে ধরতে গেলে তার দলবল ও কিছু মহিলা র্যাবের দুইজন সদস্যকে কামড়িয়ে তাকে পালাতে সহযোগিতা করেন।
এদিকে সেনাবাহিনী ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫জুলাই শনিবার রাতে মানিকদী চৌমুড়ী বাজারে আজিম রানাকে গ্রেফতার করতে গেলে তাঁর বড়ভাই লাল বাদশা সরকারি কাজে বাধা দেয়। এসময় সেনাবাহিনী লাল বাদশাকে আটক করে ভৈরব থানা হস্তান্তর করার পর পুলিশ ৫৪ ধারায় লাল বাদশাকে জেল হাজতে পাঠায়। এর ধারাবাহিকতায় পুলিশ ও সেনাবাহিনী আজিম রানাকে গ্রেফতার করতে সক্ষম হন।
মামলার আসামি অভিযুক্ত আজিম রানাকে গ্রেফতার করায় সেনাবাহিনী ও ভৈরব থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক সমাজসহ স্থানীয় লোকজন। সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ভৈরবে চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান সাধারণ মানুষ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।