বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই তাবলীগ জামাতের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত আমিনুল ইসলাম বাচ্চুর (৭০) পরিবারের খোঁজখবর ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক রমজান আলী।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের বাড়িতে শোকাহত পরিবারের খোঁজখবর নেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এসময় নিহত আমিনুল ইসলাম বাচ্চুর আত্নীয়স্বজন, পরিবার ও দুই ছেলের সঙ্গে কুশল বিনিময় করেন ও পরিবারের খোঁজখবর নেন অধ্যাপক রমজান আলী। একইসঙ্গে যেকোনো বিপদে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে বড় ছেলে শান্ত ও ছোট ছেলে শুভ এবং প্রতিবেশীদের নিয়ে আমিনুল ইসলাম বাচ্চুর মাগফেরাত কামনায় দোয়া করেন।
এসময় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, পাকুন্দিয়া উপজেলার জামায়াতের কর্মপরিষদ সদস্য শরীফ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান, এগারসিন্দুর জামায়াতের সভাপতি মুখলেছ উদ্দিন, চরফরাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, বুরুদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম, পাকুন্দিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, এগারোসিন্দু ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি দ্বীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী বলেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত আমিনুল ইসলাম বাচ্চুর পরিবারের খোঁজখবর ও সমবেদনা জানাতে এসেছি। তার মাগফেরাত কামনায় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। পরিবারটির যেকোনো সমস্যায় জামায়াতে ইসলামী পাশে থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।