এম.আর রুবেল :
বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে বিভ্রান্তিকর একটি পোস্ট দেয়ার ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ভুক্তভোগী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
গত ২৫ ডিসেম্বর ফেসবুক আইডি হ্যাক করে একটি বিভ্রান্তিমুকল পোস্ট করা হয়। ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে। এ ঘটনায় ৩০ ডিসেম্বর, এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করা হয় ফেসবুক আইডির প্রকৃত মালিক সরকারি কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে।
জানা যায়, বিব্রান্তিকর পোস্টের ঘটনাটি ভুক্তভোগী গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৮, এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নজরে আসলে পোস্টটি তাৎক্ষণিক ডিলিট করার চেষ্টা করেন তিনি। কিন্তু ইতিমধ্যে ফেসবুক আইডিটি তাঁর নিয়ন্ত্রণের বাহিরে থাকায় পোস্টটি ডিলিট করতে ব্যর্থ হওয়ায় ওই পোস্টের একটি স্কিনসর্ট বিভিন্ন ফেসবুক আইডিতে ঘুরতে থাকে এবং ভাইরাল হয়।
ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান গাজীপুর কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ১৩০৫, তারিখ- ২৭/১২/২০২৪খ্রি।
জিডিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর, আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে অজ্ঞাতনামা কে বা কাহারা Sadiqur Rahman Sabuz হ্যাক করলে একাধিকবার লগইন করে আইডিতে প্রবেশ করতে পারেননি। আইডি হ্যাক করে নিকট তাঁর আত্মীয়-স্বজন ও কর্মস্থলের কর্মচারীদের কাছে টাকা দাবি করেন। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা অসৎ উপায়ে তার আইডি হ্যাক করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা চাওয়া ও বিভ্রান্তিমুলক পোস্টের মাধ্যমে বড় ধরনের ক্ষতির আশংকা করে ভবিষ্যত নিরাপত্তার জন্য ওই জিডি করেন ওই ভুক্তভোগী।
পরে ফেসবুক কর্তৃপক্ষও ইমেইল করে ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি ভুক্তভোগীকে অবগত করেন। অনেক চেষ্টায় ২৪ঘন্টা পর ভুক্তভোগী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ তাঁর ফেসবুক আইডি ফিরে পায়। পরে তিনি আইডি হ্যাক হওয়ার বিষয়ে একটি সর্তকমুলক পোস্ট দিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় এড়িয়ে যাওয়া ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেন জনসাধারণকে।
অসদাচরণের অভিযোগে অভিযুক্ত ওই সরকারি কর্মকর্তার ফেসবুক আইডির পোস্টটিকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ১২(১) অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সাময়িক বরখাস্ত করা হয়।
৩০ ডিসেম্বর, জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড.মোঃ মোখলেছ উর রহমান স্বাক্ষরিত এ আদেশ দেয়া হয়।
Sadiqur Rahman Sabuz নামক হ্যাক হওয়া আইডিতে দেয়া বিভ্রান্তিমুলক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “শুয়োরের বাচ্চার যখন নতুন দাত উঠে তখন সে তার বাবার পাছায় কামড় দিয়ে তার দাত যাচাই করে ঠিক আছে কিনা…….সম্প্রতি এমন কিছু শুয়োরের বাচ্চাদের পয়দা হইচে যারা তাদের বাপের পাছায় কামড় দিতে চায়…..তোদের সে স্বপ্ন স্বপ্নই থাকবে….কামড় তো দূরে থাক লোমও ছিড়তে পারবি না”। এমন ধরনের পোস্ট সম্পর্কে অবগত ছিলেননা বলে জানান ভুক্তভোগী ওই কর্মকর্তা।
বিশেষ করে অনেকের কাছে এই পোস্টের লেখা গুলো অপরিচিত মনে হলেও মুলত বাংলাদেশের বিখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবি আহমেদ ছফার একটি বিখ্যাত উক্তি এটি। গুগল, ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউকিপিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন আগে থেকেই বিখ্যাত লেখক আহমেদ ছফার উক্তিটি চলমান ছিলো। যা গুগলের সার্চ করলেই বিখ্যাত উক্তিটি পাওয়া যায়।
মুলত লেখক আহমদ ছফার বিখ্যাত উক্তিটির সাথে নতুন কিছু শব্দ জু্ড়ে দিয়ে একটি স্বার্থান্বেষী চক্র সরকারি কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের উক্তি বলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়।
এবিষয়ে ভুক্তভোগী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে আমার ফেসবুক আইডি হ্যাক করে আত্মীয় স্বজন ও অফিসের কর্মচারীদের নিকটি টাকা দাবি করেন। এছাড়াও আমার আইডিতে একটি বিভ্রান্তিমুলক পোস্ট করে সামাজিকভাবে হেয় করে সাধারণ মানুষের কাছে প্রশ্নের মুখোমুখি করেছে যা কোনভাবে কাম্য নয়। তাছাড়া আমার কর্মস্থল ও সামাজিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে যারা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচার দাবি করেন এ কর্মকর্তা।
এছাড়াও তিনি বলেন, ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ ইমেইল করে জানিয়েছেন। ২৪ ঘন্টা পর তিনি তার আইডিটি ফেরত পান বলে জানান।
উল্লেখ্য, মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় দুইবছর ভৈরবে সুনাম ও দক্ষতার সঙ্গে চাকরি করেন। গত সংসদ নির্বাচনের আগে তাকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়। পরে সেখান থেকে তিনি বদলি হয়ে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৮, এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।